স্কুল মাঠের এক পাশে বড় জটলা। সেখানে টেবিলের ওপর চিংড়ি, ঝিনুক, পাতারিসহ বাহারি নামের সব পিঠা টেবিলে থরে থরে সাজানো। স্টলে দাঁড়িয়ে অনেকে তা দেখছিল। আবার অনেকে সেগুলো কিনে বাড়িতে নিয়ে যাচ্ছিল। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের শ্রীপুরে মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম স্কুল অব এক্সিলেন্সে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
ছোট ছোট শিশুদের দেশীয় ঐতিহ্য এই পিঠাকে পরিচিত করতে এমন ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। সবাই বাড়ি থেকে মায়ের সহযোগিতায় এসব পিঠা তৈরি করে আনে। পরে সেগুলো স্টলে বিক্রি করে শিক্ষার্থীরাই। এতে পিঠার পরিচিতির পাশাপাশি গড়ে উঠেছে শিক্ষার্থীদের সঞ্চয়।